॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে ইলিশ মাছ বহনের সময় ডিবি’র অভিযানে গ্রেফতার হয়েছে খোদ জেলা মৎস্য অধিদপ্তরের দুই কর্মচারী।
গতকাল ৩০শে অক্টোবর সকালে রাজবাড়ী শহরের গোদার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।
আটকরা হলো ঃ জেলা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন ও আউট সোর্সিং কর্মচারী অসীম সরকার।
রাজবাড়ী ডিবি’র ওসি ওমর আলী জানান, ইলিশ মাছ বহন করে আসার সময় গোদার বাজার এলাকায় মৎস্য অফিসের পিয়ন সরোয়ার ও অসীমকে মোটর সাইকেলসহ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ডিবি’র টিম সেখানে গিয়ে মা ইলিশসহ তাদেরকে আটক করে এনে সদর থানায় সোপর্দ করা হয়।
রাজবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান, আটককৃতদের জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত সরোয়ার হোসেনকে সাসপেন্ট ও অসীমকে প্রত্যাহার করা হবে।