রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাদক গ্রহণ না করার শপথ নিলো ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ মাদক গ্রহণ না করার শপথ নিয়েছে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল ৩০শে অক্টোবর দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কর্তৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় তারা এ শপথ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ আবু আশেক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান।
অন্যান্যের মধ্যে ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার সহযোগী ব্যবস্থাপক আব্দুল মান্নান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। সে জন্য তোমাদেরকে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলে তোমরা জীবনে সফল হতে পারবে।
তিনি আরও বলেন, সিগারেট হচ্ছে মাদকের প্রথম ধাপ। যারা সিগারেট খায় তারা আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়ে। একপর্যায়ে মাদকসেবী হয়ে যায়। অধিকাংশ মাদকই আমাদের দেশে তৈরী হয় না, বাইরে থেকে আসে। কিন্তু চাহিদা না থাকলে বাইরে থেকে মাদক আসবে না। এ ক্ষেত্রে সচেতনতাই মূখ্য। সকলে সচেতন হলে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যাবে।
আলোচনা পর্বের শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক গ্রহণ না করার শপথবাক্য পাঠ করান। শপথে উল্লেখ করা হয়- জীবনের লক্ষ্য ঠিক রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবো। শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখবো। কৌতুহলবশতঃ কখনো মাদক গ্রহণ করবো না। কোন অজুহাতে মাদকের স্মরণাপন্ন হবো না। মাদকের ধ্বংসাত্মক মায়া জালে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করবো না। মাদকের বিরুদ্ধে সামাজিক অন্দোলন গড়ে তুলবো। মাদক ব্যবসায়ীদের সংবাদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবো। দেশকে ভালোবাসবো। বাংলাদেশকে মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সতেষ্ট হবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!