॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার আখড়াবাড়ীতে আদি ভাব লালন চর্চা কেন্দ্রের আয়োজনে গত ২৮শে অক্টোবর রাতে ১২৯তম লালন তিরোধান স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাঁইজির স্মরণে ¯্রষ্টার নিকট প্রার্থনা, আলোচনা সভা, লালন ভাব সঙ্গীত পরিবেশন এবং আগত সুধীজন, সাধু-গুরু ও লালন ভক্তদের মধ্যে সাধু সেবার ব্যবস্থা করা হয়।
আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল রূপক সাহার সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষাবিদ রমেন্দ্রনাথ কর্মকার, বিশেষ অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর সাবেক কালচারাল অফিসার মোঃ আলাউদ্দিন, অন্যান্যের মধ্যে ফরিদপুর প্রেসক্লাবের কালচারাল সেক্রেটারী মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম ও হরিসভা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ফকির লালন শাহ্কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তার জীবন-কর্ম ও সৃষ্টি সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে বাউল রূপক সাহা, ফকীর শেখ মনিরুদ্দিন, ফকীর ইমান আলী শাহ্, মোহিনী সরকার, সাইদ সরকারসহ অন্যান্য বাউল শিল্পীগণ লালন সঙ্গীত পরিবেশন করেন।