॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া থেকে ৯ জন জুয়াড়িকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ১৭ই অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী থানা পুলিশের একটি দল বিনোদপুর কলেজ পাড়ার একটি বাড়ীতে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ ১৩ হাজার ৩৩৭ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ বিনোদপুর কলেজ পাড়ার জাকারিয়া চৌধুরীর ছেলে আকমল চৌধুরী(৩২), সন্তোষ কুমার সরকারের ছেলে সুমন কুমার সরকার(৩০), নারায়ণ চন্দ্র কর্মকারের ছেলে স্বপন চন্দ্র কর্মকার(৪৩), আব্দুর রশিদের ছেলে আরিফ হোসেন(২৯), মৃত হারেজ মন্ডলের ছেলে লিটন মন্ডল(২৭), আবুল হোসেনের ছেলে অভি হোসেন (২৫) ও আব্দুল জলিল সরদারের ছেলে মঞ্জুর আলম সরদার(২৫), বিনোদপুর ভাজনচালার মৃত মনোরঞ্জন দত্তের ছেলে বিপ্লব কুমার দত্ত(৪৭) এবং বিনোদপুরের (৩ নং ওয়ার্ড) মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে বিপ্লব কুমার সাহা(৪৭)।
এ ঘটনায় এস.আই হিরণ কুমার বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল ১৮ই অক্টোবর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।