শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম(৬০) আজ ১৭ই অক্টোবর দুপুর দেড়টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তাঁর পরিবারের সদস্যরা জানায়, প্রায় এক মাস ধরে তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিকে এ আক্রান্ত হন। তার হার্টে ক্লক ধরা পড়লে তিনি দ্রুত ঢাকার বারডেম হাসপাতালে বাইপাস সার্জারী করেন। কিছুদিন পর তাঁর অস্ত্রপচার স্থানে ক্ষত দেখা দেয় এবং পচন ধরলে বেশ অসুস্থ্য হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে তিনি দ্রুত ভর্তি হন এ্যাপোলো হাসপাতালে। সেখানে গত কয়েকদিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১.২৫ মিনিটে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
মরহুমের শ্যালক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মরদেহ আসার পর আগামীকাল শুক্রবার ১৮ই অক্টোবর সকাল ১০টায় কামরুল ইসলাম ডিগ্রী কলেজের মাঠে প্রথম এবং বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে দ্বিতীয় জানাযার নামাজ শেষে গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হবে। এবিএম নুরুল ইসলাম এর আগেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার আগে তিনি তিনবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর অকাল মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরে মাইকিং করে শোক জানানো হয়েছে।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম নুরুল ইসলামের অকাল মৃত্যুতে আজ শুক্রবার অনুষ্ঠিতব্য গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলসহ উপজেলার উজানচর ও অন্যান্য স্থানেও আ’লীগের কাউন্সিল স্থগিত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ ঃ গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গভীর শোক প্রকাশ করাসহ নেতৃবৃন্দ শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, তার মতো একজন স্বচ্ছ রাজনীতিকের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
জেলা প্রশাসকের শোক ঃ গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতবাসী করুন।
উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম নূরুল ইসলাম গত ৭ই মার্চ-২০১৯ তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে বিগত ২০১৪ সালের ৩১শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!