॥মাতৃকন্ঠ বিনোদন ডেস্ক॥ বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি)-এর শুভেচ্ছাদূত হলেন মমতাজ। রোববার উত্তরায় তাকে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেন বিএনসিসি কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে যাযাদি বিনোদনকে মমতাজ বলেন, ‘আমি রোববার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ দায়িত্ব গ্রহণ করেছি। অনেক গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে আমাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। বিএনসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে সুযোগ দেয়ার জন্য। আমিও চেষ্টা করব, দূত হিসেবে এর সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে।’
এদিকে, বৈশাখী কনসার্টে মাতাতে আসছে ২৫ এপ্রিল মমতাজ দুুবাই সফরে যাচ্ছেন। ২৮ এপ্রিল এ সফরের একমাত্র কনসার্টে শারজার মঞ্চে উঠবেন তিনি। ইউএই মানি এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় এ কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কনসার্টে মমতাজের সহশিল্পী বেশ ক’জন ক্লোজআপ ও সেরাকণ্ঠ তারকারা থাকছেন। অনেক আগেই এ কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে মমতাজ জানিয়েছেন। দুবাই বসবাসরত প্রবাসী শ্রোতাদের ভালো একটি পরিবেশনা উপহার দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন বাংলার এই লোকমাতা কণ্ঠশিল্পী।
উল্লেখ্য, এর আগেও মমতাজ অস্ট্রেলিয়া শিক্ষাবিষয়ক সংস্থা ও মেঘনা ব্যাংকের শুভেচ্ছাদূত হন। চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি এমন মর্যাদায় আসক্ত হলেন। সব মিলিয়ে রাজনীতি, অডিও, প্লেব্যাক, বিদেশ সফর এবং স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। মানুষের সেবায় কাজের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান বলে জানিয়েছেন মমতাজ।