॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে ২০০৩ ও ২০১০ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
গতকাল ১৬ই এপ্রিল সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মানিক বিশ্বাস, কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, ২০০৩ সালের ফেব্র“য়ারী ও জুনে এবং ২০১০ সালে নিয়োগপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মূল বেতন যথাক্রমে ১৫,১৮০টাকা ও ১১,৮২০টাকা। অথচ পরবর্তীতে ২০০৩ সালের নভেম্বরে ও ২০১২ সালের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মূল বেতন যথাক্রমে ১৫,৯৪০ টাকা ও ১২,৪২০ টাকা। অথ্যাৎ পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ তাঁদের পরবর্তীতে নিয়োগ প্রাপ্ত কনিষ্ঠদের চেয়ে কম বেতন পেয়ে আসছেন। এতে তারা ক্ষতির শিকার হয়েছেন। এভাব চলতে থাকলে বৈষ্যমের শিকার জ্যেষ্ঠ শিক্ষকগণ বড় অংকে আর্থিক ক্ষতির মুখে পড়বেন।