॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী কলেজের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মিলি খাতুনকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুই সেট বই প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু।
গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকাল ৪টায় রাজবাড়ী বাজারের মুজিব বিল্ডিংস্থ শামীম লাইব্রেরীতে কাজী রাকিবুল হোসেন শান্তনুর পক্ষে জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি তার হাতে বইগুলো তুলে দেন। এ সময় শামীম লাইব্রেরীর সত্ত্বাধিকারী সৈয়দ সাগর উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের দরিদ্র কৃষকের কন্যা মিলি খাতুন চলতি বছর সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে ভালো ফলাফল করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর প্রায় ৫মাস যাবৎ রাজবাড়ী সরকারী কলেজে ভর্তি হলেও অর্থাভাবে পাঠ্য বই কিনতে পারেনি। বিষয়টি সাদমান সাকিব রাফি জানতে পেরে কাজী রাকিবুল হোসেন শান্তনুকে অবগত করলে তিনি মিলি খাতুনের লেখাপড়ার সহায়তায় এগিয়ে আসেন এবং উচ্চ মাধ্যমিকের প্রথম ও দ্বিতীয় বর্ষের যাবতীয় বই প্রদান করেন। এছাড়াও তিনি মিলি খাতুনের লেখাপড়া বাবদ সার্বিক সহায়তা করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীর পুত্র কাজী রাকিবুল হোসেন শান্তনু নিয়মিতভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা করে থাকেন। তার আর্থিক সহায়তায় অনেক শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারছে।