॥কাজী তানভীর মাহমুদ॥ বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বাকী আছে আর মাত্র কয়েকটি দিন। এরই মধ্যে শুরু হয়ে গেছে দেবীকে বরণের আনুষ্ঠানিকতা। এখন চলছে প্রতীমা তৈরীর চূড়ান্ত পর্যায়ের কাজ।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরের শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গণে করা হয়েছে ১৪ হাত উচ্চতার দুর্গা প্রতীমা দিয়ে জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন। প্রস্তুতি চলছে জোরেসোরে। বিশালাকৃতির এই দুর্গা প্রতীমা দেখতে প্রতিদিনই অনেক মানুষ ভীড় করছেন সেখানে।
আগামী ৩রা অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ৮ই অক্টোবর (২৩শে আশ্বিন) মঙ্গলবার বিজয়া দশমী হলেও তারপরের দুই দিন পর পর্যন্ত চলবে প্রতিমা প্রদর্শন ও পুষ্পার্ঘ্য অর্পণ। পূজায় ধর্মীয় সঙ্গীত পরিবেশনের জন্য এখন থেকেই মন্দির প্রাঙ্গণে শিশুদের নিয়ে চলছে অনুশীলন।
বিশাল আকৃতির দুর্গা প্রতীমাটির কারিগর জীবন চূর্ণকার জানান, গত ২মাস ধরে একটানা ১৪ হাত উচ্চতার দুর্গা প্রতীমাটি তৈরীর কাজ করছেন।
পূজা কমিটির সাধারণ সম্পাদক রাজীব দাশ বলেন, ৩মাস আগে যখন আমরা পূজা আয়োজনের ব্যাপারে আলোচনায় বসি তখন সিদ্ধান্ত হয় ব্যতিক্রমীভাবে করার। যার জন্য এই ১৪ হাত উচ্চতার বিশাল আকৃতির দুর্গা প্রতীমা তৈরী করা হচ্ছে।
শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গণের সাধারণ সম্পাদক জীবন গোস্বামী বলেন, এখানে ৩০ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, এবার হাজার হাজার দর্শনার্থী পূজা দেখতে আসবে।
শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গণের শিক্ষিকা চন্দনা মিত্র বলেন, আমার ৫০ বছরের জীবনে এতো বড় দুর্গা প্রতীমা দেখি নাই। এবারের পূজায় সকলেই অনেক আনন্দ করবে বলে আমার আশা।
পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার) জানান, রাজবাড়ী জেলায় এবার ৪২৬টি মন্ডপে চলছে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে মাঠে নেমেছে। আশা করছি, রাজবাড়ী জেলাবাসী আনন্দের সাথে দুর্গোৎসব উদযাপন করবে।