॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১৫ই সেপ্টেম্বর দুপুরে উৎসবমূখর পরিবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি তিন উপজেলার যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি তিন উপজেলার যুব মহিলা লীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
পাংশা উপজেলা ঃ পাংশা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদে এডভোকেট খাদিজা খাতুন লিপি ও সাধারণ সম্পাদক পদে রতœা বিশ্বাস নির্বাচিত হয়েছে।
কালুখালী উপজেলা ঃ কালুখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদে সাবিনা আক্তার ও সাধারণ সম্পাদক পদে রুমা আক্তার নির্বাচিত হয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা ঃ বালিয়াকান্দি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদে নীলা খান, সাধারণ সম্পাদক পদে রহিমা আক্তার ও সহ-সভাপতি পদে রুমানা কবির নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে তিন উপজেলার নতুন কমিটির নাম ঘোষণা করেন অধ্যাপিকা অপু উকিল। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, কাজী কেরামত আলী এমপি ও এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটি ঘোষণার পর অধ্যাপিকা অপু উকিলসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সাথে তিন উপজেলার নতুন কমিটির নেতৃবৃন্দ ফটোসেশনে অংশ নেন।