বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

‘মন-টা মেঘলা’ গান ইউটিউব চ্যানেলে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ্র পরিচালিত ‘মন-টা মেঘলা’ গানটি ইউটিউবের জুনিয়র আর্টিস্ট চ্যানেলে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
গত ৩০শে আগস্ট মুক্তি পাওয়ার পর ইতিমধ্যে এর ভিউ সংখ্যা ২হাজার ছাড়িয়ে গেছে। গানটির গীতিকার ঢাকার এ.আর রহমান। সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ঢাকার রাসেল রহমান। গানটির রেকর্ডিং করা হয়েছে ঢাকার ‘বন্যা চৌধুরী স্টুডিও’তে। গানটির ভিডিওতে মডেল হয়েছেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাহফুজ খান মিলন এবং মোহনা সরকার। ভিডিও ধারণ করা হয়েছে রাজবাড়ী সরকারী কলেজের পুকুর পাড়, ঝাউবন ও বিসিক হেলিপ্যাডের মনোরম লোকেশনে। গানটির ব্যপ্তি ৫ মিনিট ৪৬ সেকেন্ড।
এ ব্যাপারে গানটির পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, মূলতঃ শখের বশেই গানটি করা হয়েছে। তবে মুক্তি দেয়ার পর ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন, উৎসাহ দিচ্ছেন। গানটির কথাগুলো হলো-‘মন টা মেঘলা তুমি যে হীনা, নেই তো মনে রৌদ জানা অজানা, মন চায় রৌদ হতে সীমানা ছাড়া, আলো মাঘা এই মনে ঠিকানা, কিছু জোসনা ভালো লাগে না, হোক না যতো সে চাঁদের উপমা, মন চাইছে তোমায়, আমারই কাছে, এ মনেরই পাড়াতে আছো যে মিশে, হলো না তো আজ আমার পাওয়া তোমাকে, মিথ্যা স্বপন কেন দেখালে, মন গাইছে আমার, আবেগী সুরে, এ চোখেরই ছায়াতে স্বপ্ন যে ভিড়ে, বল না তো কিছু আমায় মনটা খুলে, ডাকলে কাছে আমি আসবো ফিরে।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!