রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীতে (সুইপার কলোনী) বসবাসকারী হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে প্রথম অনার্স-মাস্টার্স পাস করা গৌতম দাসকে আর্থিক সহায়তা করলেন ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম। গত ১২ই সেপ্টেম্বর সন্ধ্যায় সজ্জনকান্দা হরিতলা মন্দির সংলগ্ন এডঃ স্বপন কুমার বাসভবনে আশরাফুল ইসলামের প্রেরিত অর্থ গৌতম দাসের হাতে তুলে দেয়া হয়। এ সময় এডঃ স্বপন কুমার সোমসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রবিউল খন্দকার মজনু, মোর্শেদ আলম মালেক, কাজী জিসান, নীল আকাশ, হরিজন সম্প্রদায়ের রতন কুমার দাস, সুমন কুমার দাস, রাজেশ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।