॥ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে॥ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশী আল আরাফাত মোহাম্মদ মহসীন দেশে মাত্র ২৬২১ দিরহাম পাঠিয়ে এক মিলিয়ন দিরহাম পুরষ্কার হিসেবে পেয়েছেন।
দুবাই ভিত্তিক ‘আল আনসারী এক্সচেঞ্জ রিওয়ার্ডস’-এর গ্রীস্মকারীন গ্রান্ড ড্র’তে তিনি এই অর্থ জেতেন, বাংলাদেশী মুদ্রায় যার ২ কোটি ৩০ লাখ টাকারও বেশী।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার দুবাইয়ের মেট্রোপলিটন হোটেলে ড্র অনুষ্ঠিত হলে প্রথম পুরষ্কার হিসেবে নগদ এই অর্থ পান বাংলাদেশী আরাফাত। ড্র’তে আরও ১০জনকে পুরষ্কৃত করা হয়েছে। যাদের দু’জন পেয়েছেন বিলাসবহুল গাড়ী।
আল আনসারী হলো দুবাই ভিত্তিক আমিরাতের একটি ‘ফরেন এক্সচেঞ্জ ও মানি ট্রান্সফার ফার্ম’। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ের নায়েফ শাখা থেকে ওই বাংলাদেশী তার দেশে ২৬২১ দিরহাম পাঠিয়ে এই পুরষ্কার জিতেছেন।
আল আরাফাত মোহাম্মদ মহসীন নামের ওই বাংলাদেশী নয় বছর ধরে আমিরাতে বসবাস করছেন। তিনি সেখানে মোবাইল ফোন বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
প্রসঙ্গত, গ্রান্ড ড্র’তে ভারত ও জর্ডানের দু’জন প্রবাসী একটি করে ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ গাড়ী জিতেছেন।