॥ওবায়দুল হক মানিক॥ ১০বছর মেয়াদী ‘গোল্ডেন ভিসা’ পেলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একই পরিবারের তিন বাংলাদেশী ব্যবসায়ী।
তারা হলেন ঃ আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, তার ছেলে এমাদুর রহমান ও ভাই এম অলিউর রহমান। তাদের মধ্যে মাহতাবুর রহমান নাসির গত ১৬ই জুন এবং আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান এম অলিউর রহমান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমাদুর রহমান চলতি মাসের প্রথম সপ্তাহে এই গোল্ড কার্ড লাভ করেন। এর আগে আরও দুই বাংলাদেশী ব্যবসায়ী আমিরাতের এই সম্মানজনক ভিসা লাভ করেন। তারা হলেন-দুবাই ভিত্তিক ব্যবসায়ী মাহবুবুল আলম মানিক এবং রাস আল খাইমায় বসবাসরত ব্যবসায়ী আখতার হোসাইন।
গোল্ড কার্ড ভিসা হচ্ছে আমিরাতের ১০ বছর মেয়াদী ভিসা। আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ঘোষিত ‘গোল্ড কার্ড’-এর প্রথম ধাপে যোগ্যতা সম্পন্ন ৬হাজার ৮শত জন প্রবাসীর একটি তালিকা তৈরী করা হয়েছিল।