॥নিউইয়র্ক প্রতিনিধি॥ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ১৭ই আগস্ট পেনসিলভেনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের উপদেষ্টা গাজী আব্দুর রাজ্জাক এবং পবিত্র গীতা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ড. আশীষ রায়।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধকালীন সময়সহ বিভিন্ন সময়ে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাই মিয়া, উপদেষ্টা এডঃ মতিয়ার রহমান, ড. আশীষ রায়, শান্তিপদ দত্ত, গাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তহিদুর রহমান মজুমদার, ইয়াসিন শিকদার বাবু, বিপ্লব কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান শামীম, সেলিম রেজা, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য নাহিদ রেজা, জনি শিকদার, মোহাম্মদ সাগর, রফিকুল ইসলাম কালু প্রমুখ।
বক্তাগণ ১৫ই আগস্টের প্রেক্ষাপটের জন্য দায়ী সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানান। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।