॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
গতকাল ৬ই আগস্ট সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ও কৃষক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ পরিবেশ ও জলবায়ুকে নিরাপদ রাখতে সকলের প্রতি বৃক্ষ রোপণের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মধ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য একটি র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।