॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৬ই আগস্ট কালুখালী উপজেলার বিকয়া বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে নূরজাহান ফার্মেসী নামের একটি ওষুধের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ১হাজার টাকা এবং অননুমোদিত রং মিশিয়ে সস তৈরীর দায়ে মালেক মিষ্টান্ন ভান্ডার নামের একটি হোটেলকে একই আইনের ৪২ ধারায় ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ এবং লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়।