॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম মোঃ বদরুদ্দোজার উপর হামলার বিচারের দাবীতে মানববন্ধন পালন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শিক্ষক সমাজ, ফরিদপুরের ব্যানারে গতকাল ৩১শে জুলাই বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষক সমাজ, ফরিদপুরের আহ্বায়ক একেএম ইউসুফ আলী, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরুল কবির জিহাদ, ফরিদপুর জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন, খলিলুর রহমান, শাহ্ মোঃ আক্কাস, কলেজ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত আলী, শিক্ষক ঐক্যজোটের ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আহমেদ, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ গত ২৫শে জুলাই ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার নজরুল মৃধা কর্তৃক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে তার নিজ কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অনতিবিলম্বে নজরুল মৃধার গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধন শেষে র্যালী সহকারে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।