মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা সরকারী কলেজে গণহত্যা দিবস পালিত

  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা ও রাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
জানাযায়, সকাল সাড়ে ১১টায় পাংশা সরকারী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরীর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক হাজারী আবুল হাসিম, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক একেএম শরিফুল মোরশেদ রনজু ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুল খালেক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক শিব শংকর চক্রবর্তী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরী ‘৭১ সালের ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবসের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালী জাতির উপর নরপিশাচের হিংস্রতায় ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানী সেনাবাহিনী। ঢাকা শহরকে পরিণত করেছিল শ্মশানে। ২৫শে মার্চ থেকে ৯ মাসের মুক্তিযুদ্ধ চলাকালীন বাঙালীর উপর সংঘটিত হত্যাকান্ড ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড। যা অতীতের সব দেশের সব জাতির উপর সংঘটিত হত্যাকান্ডকে পৈশাচিকতায় হার মানায়।
রাত ৮টা ৩১ মিনিটে পাংশা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৭টি মমবাতি প্রজ্জ্বলন করে ‘৭১ এর ২৫শে মার্চ গণহত্যার শহীদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!