বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে জেলা পরিষদ সদস্য মজনুর নালিশী পিটিশন

  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ ‘অনেক মন্ত্রী-এমপির স্বজনেরা বেপরোয়া ঃ চলছে দখল, টেন্ডারবাজি, সংখ্যালঘু নির্যাতন, সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে, মনোনয়ন ঝুঁকিতে ৭০ এমপি’ শিরোনামে গত ২২শে মার্চ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের আংশিক বিষয়ের প্রেক্ষিতে পত্রিকার রিপোর্টার মেহেদী হাসান ও ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের বিরুদ্ধে গতকাল ২৩শে মার্চ রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে দঃ বিঃ’র ৫০০/৫০১ ধারায় মানহানীর অভিযোগে নালিশী পিটিশন দায়ের করেছেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য এবং কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু।
নালিশী পিটিশনে উল্লেখ করা হয়, গত ২২শে মার্চ দৈনিক ইত্তেফাকের ‘অনেক মন্ত্রী-এমপির স্বজনেরা বেপরোয়া ঃ চলছে দখল, টেন্ডারবাজি, সংখ্যালঘু নির্যাতন, সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে, মনোনয়ন ঝুঁকিতে ৭০ এমপি’ শিরোনামে সংবাদের একাংশে ‘রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের নাম ব্যবহার করে এমপি’র স্ত্রী ও মজনু সম্পর্কে পরিকায় পরিবেশিন তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত মর্মে অভিযোগ করা হয়। তবে এ খবর লেখা পর্যন্ত আদালতে দায়েরকৃত নালিশী পিটিশনে বিষয়ে বিজ্ঞ আদালত কোন আদেশ প্রদান করেননি।
এদিকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু সাংবাদিকদের বলেন, নির্বাচনী এলাকায় এমপির পরিবারের এবং তার জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতায় ঈষান্বিত হয়ে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী গোষ্ঠী ইত্তেফাক পত্রিকায় রাজবাড়ী-২ আসনের এমপি জননেতা মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবারের সদস্যদের সাথে আমাকে জড়িতে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে।
তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত ঘটনার সাথে তার এবং এমপি’র স্ত্রী’র বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অপরাজনীতির সাথে জড়িত ব্যক্তিবর্গ মিথ্যা ও অপপ্রচারের ইন্ধন দিচ্ছে। তিনি এ ব্যাপারে এলাকাব জনগনকে সজাগ থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!