॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল মৎসজীবী সমবায় সমিতি লিঃ-এর ২টি পুুকুরে গতকাল ১৪ই ডিসেম্বর ভোর রাতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। সমিতির সভাপতি আতিকুর রহমান ফরিদের দাবী এতে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আতিকুর রহমান ফরিদ জানান, তিনি তার সমবায়ের মাধ্যমে লক্ষ্মীকোল রাজারবাড়ী এলাকার বটতলা পুকুর ও রাজারবাড়ী বড় পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ করেন। ২টি পুকুরে ২০০ মণের বেশী মাছ ছিলো। বুধবার ভোরে এলাকাবাসী দেখতে পায়, পুকুর ২টির মাছ মরে পানিতে ভাসছে। একসাথে এই ২টি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠায় বুঝতে বাকি থাকে না যে বিষ প্রয়োগ করা হয়েছে।
তার দাবী, স্থানীয় একটি কুচক্রী মহল সমবায়ের মাছের ব্যবসার সাফল্য দেখে হিংসা করেই এমনটি ঘটিয়েছে। তিনি ঘটনাটির সুুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল বাশার মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখবে।