॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল ২০শে জুলাই সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে রেণু পোনা ধরার সময় আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের প্রায় ৪হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে রতনদিয়া বাজারের মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালানোসহ মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাবার বিক্রি না করার জন্য দোকানীদের সতর্ক করা হয়।