॥হেলাল মাহমুদ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টনের উদ্যোগে গতকাল ১৯শে জুলাই বাদ জুম্মা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের দক্ষিণ চৌবাড়ীয়া মোল্লাপাড়া জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন বলেন, ‘পল্লীবন্ধু এরশাদের শাসনকাল ছিল এদেশের ইতিহাসের সবচেয়ে স্বর্ণযুগ। তার আমলে দেশের যতো উন্নয়ন হয়েছে, অন্য কোন সরকারের আমলে তা হয়নি। সারা দেশের রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, ইসলামকে রাষ্ট্রধর্ম করা এবং জুম্মার দিন শুক্রবারে সরকারী ছুটির ঘোষণাসহ জনকল্যাণমূলক অসংখ্য কাজের জন্য এদেশের মানুষ চিরদিন তাকে মনে রাখবে, শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমৃত্যু তিনি এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। মহান আল্লাহ্তায়ালা তাকে বেহেশতবাসী করুন-এই প্রার্থনা জানাই।’
চন্দনী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আক্কাছ আলী সরদার, সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক নেতা আসলাম গাজী ও শওকত পারভেজ এবং ডাঃ মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতীয় পার্টির নেতাকর্মী ও মুসল্লীগণ এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন দক্ষিণ চৌবাড়ীয়া মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ শেখ।