॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের(৬৪ জেলা) শিখন কেন্দ্রসমূহের শিক্ষার্থীদের ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে গতকাল ১৫ই জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, বিশেষ অতিথি হিসেবে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস, অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়নকারী এনজিও পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক সুপারভাইজারগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।