॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী শহরের পশ্চিম ভবাণীপুর দারুচ্ছুন্নাহ কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই জুলাই সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এস.এম সবুর সরদারের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক খান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মাজেদ, নির্বাহী সদস্য শেখ মোঃ আক্তার হোসেন, আব্দুস সালাম, ফরিদপুরের নূরে মদিনা কারিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী মোঃ মজিবর রহমান, পশ্চিম ভবাণীপুর দারুচ্ছুন্নাহ কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, অভিভাবক আব্দুস সালাম, আব্দুল হাই, আয়নাল সরদার, আব্দুল হালিম ও জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, বর্তমানে মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৪জন এতিম এবং ৭০ জনের মতো শিক্ষার্থী আবাসিক। শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের। স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
সভা সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক। এ সময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য আব্দুল হান্নান মন্ডল, রমজান সরদার ও শেখ মোঃ আব্দুল কুদ্দুসসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।