॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের আল-মামুন হজ্ব কাফেলার উদ্যোগে গতকাল ১৩ই জুলাই সকালে ফরিদপুর শহরের স্বপ্নছোঁয়া নামের একটি কমিউনিটি সেন্টারে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আল-মামুন হজ্ব কাফেলার ১৫০জন হজ্বযাত্রী এতে অংশগ্রহণ করেন।
আল-মামুন হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম।
হজ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক আব্দুল তাওয়াব, মাওলানা মুফাজ্জেল হুসাইন, মাওলানা ফজলুল রহমান, মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা কবির আহমেদ ও আল-মামুন হজ্জ্ব কাফেলার সহকারী পরিচালক মোহাম্মদ আসলাম মিয়া প্রমুখ। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও হজ্ব ডকুমেন্টারী উপস্থাপন করেন সানাউল্লাহ। পরে আল-মামুন হজ্জ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মামুনুর রশীদ বিভিন্ন বিষয়ে হজ্ব যাত্রীদের প্রশ্নের উত্তর দেন।