সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গায় ফল উৎপাদন প্রকল্পের বাগান উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১২ই জুলাই বিকালে শহরের ৩নং বেড়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বাগানে ফলজ বৃক্ষ রোপন উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলের বাগান, ফলজ ও বনজ বৃক্ষ রোপন করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। এ ছাড়াও তিনি এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের উন্নয়নের দুই লক্ষ অনুদান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে ফল বাগানের জমির মালিক ফরিদা ইয়াসমিন, তার স্বামী এলজিইডি’র সদর দপ্তরের নির্বাহী মোঃ ইবাদত আলী, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা নাছির উদ্দিন তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের ইমাম মোঃ মনির হোসেন।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় রাজবাড়ী হর্টিকালচার সেন্টার কর্তৃক ফরিদ ইয়াসমিনের ৭০ শতাংশ জমিতে এই বাগান স্থাপনের জন্য ভিয়েতনামী খাটো জাতের ২০টি নারিকেল এবং বারি-৪ ও আ¤্রপালিসহ বিভিন্ন জাতের ৮৩টি আমের চারা প্রদানসহ প্রয়োজনীয় রাসায়নিক-জৈব সার-বালাইনাশক ও সহায়ক উপকরণ সরবরাহ এবং কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!