॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১২ই জুলাই বিকালে শহরের ৩নং বেড়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বাগানে ফলজ বৃক্ষ রোপন উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলের বাগান, ফলজ ও বনজ বৃক্ষ রোপন করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। এ ছাড়াও তিনি এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের উন্নয়নের দুই লক্ষ অনুদান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে ফল বাগানের জমির মালিক ফরিদা ইয়াসমিন, তার স্বামী এলজিইডি’র সদর দপ্তরের নির্বাহী মোঃ ইবাদত আলী, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা নাছির উদ্দিন তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের ইমাম মোঃ মনির হোসেন।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় রাজবাড়ী হর্টিকালচার সেন্টার কর্তৃক ফরিদ ইয়াসমিনের ৭০ শতাংশ জমিতে এই বাগান স্থাপনের জন্য ভিয়েতনামী খাটো জাতের ২০টি নারিকেল এবং বারি-৪ ও আ¤্রপালিসহ বিভিন্ন জাতের ৮৩টি আমের চারা প্রদানসহ প্রয়োজনীয় রাসায়নিক-জৈব সার-বালাইনাশক ও সহায়ক উপকরণ সরবরাহ এবং কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে।