॥স্টাফ রিপোর্টার॥ বিগত মে-২০১৯ মাসে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সফলতার জন্য ঢাকা রেঞ্জের ডিআইজির কাছ থেকে সম্মাননা পেয়েছেন রাজবাড়ী থানার এস.আই হিরন কুমার বিশ্বাস।
গতকাল ১১ই জুলাই সকালে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার) তার অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী থানার এস.আই হিরন কুমার বিশ্বাসের হাতে সম্মাননা সার্টিফিকেট ও অর্থ পুরষ্কার তুলে দেন। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবাসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির বিষয়ে এস.আই হিরন কুমার বিশ্বাস বলেন, যে কোন সম্মাননা বা পুরস্কারই আনন্দের। এই স্বীকৃতি আমাকে আরো ভালোভাবে অর্পিত দায়িত্ব পালনে ও ভালো কাজে উদ্বুদ্ধ করবে। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ও রাজবাড়ীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এস.আই হিরন কুমার বিশ্বাস ২০০৪ সালের ১৫ই আগস্ট রাজবাড়ী জেলা পুলিশে যোগদান করেন। এরপর থেকে দীর্ঘ প্রায় ১৫ বছর রাজবাড়ীর ৫টি থানা, গোয়েন্দা শাখা(ডিবি) ও পাংশার কসবামাজাইল পুলিশ ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি পুলিশের বিশেষায়িত ইউনিট এলিট ফোর্স র্যাবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কনস্টেবল হিসেবে রাজবাড়ী জেলা পুলিশে যোগ দিলেও নিজের মেধা, যোগ্যতা, সাহসিকতা ও পারদর্শীতার গুণে ধাপে ধাপে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি পান। পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রেকর্ডসংখ্যক সাড়ে ৩শতাধিক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও শিশু রিফাত হত্যা, যুবদল নেতা বাবলু হত্যা ও সোহেল হত্যাসহ আলোচিত অনেকগুলো মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের পাশাপাশি অসংখ্য ওয়ারেন্টের আসামী গ্রেফতার এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রেখে বিপুলভাবে প্রশংসিত হয়েছেন।