॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও তার সঙ্গে থাকা ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লার উপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল ৯ই জুলাই বিকেলে প্রদীপ্ত কান্ত চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আমি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত। গত ০৮/০৭/২০১৯ইং তারিখে গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করে প্রাইভেট কারযোগে (ঢাকা-মেট্রো-গ-১৭-৭৮২৭) আমার সঙ্গীয় মোঃ আলাউদ্দিন মোল্লাসহ বাড়ী ফেরার সময় সন্ধ্যা আনুমানিক ৭.৩৫ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের জমিদার ব্রীজ নামক স্থানে স্পীডব্রেকারের সন্নিকটে(ভিক্টর ফিডস লিমিটেডের সামনে) পৌঁছালে সম্মুখের একটি পিকআপ ভ্যান আমার গাড়ীর গতিরোধ করলে আমি চালকের আসনে বসে প্রাইভেট কারটি থামাতে বাধ্য হই। সঙ্গে সঙ্গে ৮/১০টি মোটর সাইকেলযোগে ১৫/২০জন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা উদ্দেশ্যে আক্রমন করে। তাদের হাতে থাকা হাতুরী দিয়ে পিটিয়ে গাড়ীর সামনের গ্লাসসহ দরজা-জানালার কাঁচ ভেঙ্গে হাতুরী দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার বুকে ক্রমাগত আঘাত করে গুরুতর রক্তাক্ত ফোলা জখম করে এবং এলোপাথারীভাবে আমার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরী আঘাত করতে থাকে। সন্ত্রাসীরা হাতুরী দিয়ে আমার সঙ্গীয় আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে আঘাত করলে সে বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতের কবজি থেকে কাঁধ পর্যন্ত হাতুরী দিয়ে আঘাত করে ৩/৪টি স্থানের হাড় ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীরা আমাদেরকে খুন করার উদ্দেশ্যে জখম করার সময় বলতে থাকে যে, ‘নূরু মন্ডলের বিরোধিতা করিস’-সাহস পাস কোথায়, আজ তোদেরকে খুন করে ফেলবো। উক্তরূপ বক্তব্য প্রদান করে আমাদেরকে এবং আমার গাড়ীর উপর হাতুরী দিয়ে বেদম প্রহার করতে থাকে। আসামীগণ আমাদের বহনকারী গাড়ীটি ভাংচুর করে প্রায় ২লক্ষ টাকার ক্ষতিসাধন করে। একজন সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশ্যে একটি হাতুরী গাড়ীর মধ্যে ছুড়ে দিলে উক্ত হাতুরী আমার গাড়ীর মধ্যে থেকে যায়। ঘটনার সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তখন অনেকেই উক্ত ঘটনা দেখে ও শুনে। হামলাকারীদের ইশারায় পিকআপটি সরে গেলে আমি ও সঙ্গীয় আলাউদ্দিন দ্রুত গাড়ী চালিয়ে রাজবাড়ী ক্লিনিকে প্রথমে প্রাথমিক চিকিৎসা শেষে আমাদের শারীরিক অবস্থার আরো অবনতি হলে আমরা সদর হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে আমাদের দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এজাহার করতে কিছুটা বিলম্ব হলো। আমরা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকায় মোঃ শফিকুল ইসলাম শফি’র মাধ্যমে অত্র এজাহার দায়ের করলাম।’
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, এ বিষয়ে প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বাদী হয়ে গতকাল ৯ই জুলাই বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং-১০, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোর্ড। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
জেলা আওয়ামী লীগের সেক্রেটারীর নিন্দা ঃ এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। গতকাল ৯ই জুলাই এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবী জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের উন্নত চিকিৎসায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সড়ক অবরোধ করে বিক্ষোভ ঃ এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে গত ৮ই জুলাই রাত ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতেই গোয়ালন্দ শহরে বিক্ষোভ করে। এ সময় তারা দুর্বৃত্তদের শাস্তির দাবীতে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা ব্যাস্ততম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় শত শত বিভিন্ন গাড়ি সড়কে আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাত পৌনে ১০টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নেন।
নুরু মন্ডলেরর সাংবাদিক সম্মেলন ঃ গতকাল ৯ই জুলাই গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল(নুরু মন্ডল) দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, গোয়ালন্দে আওয়ামীলীগে কোন দলীয় কোন্দল নাই। তবে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে দলের ক্ষতি করতে চাচ্ছে। তাই তার ভাবমুর্তি ক্ষুন্ন করতে হামলাকালে সন্ত্রাসীরা তার নাম ব্যবহার করেছে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।