॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৮ই জুলাই সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
পাংশা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নতুন অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, যে কারণে বর্তমান সরকার আমাকে পদায়ন করেছেন, সরকারের সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট থাববো।
তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টায় বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতি দূর করা হবে। এ লক্ষ্যে আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। মেয়েদের বাল্যবিয়ে থেকে মুক্ত করে শিক্ষাজীবন শেষ করার গুরুত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসক দিলসাদ বেগম নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার প্রেরণা জোগাতে হবে। সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নের স্বাভাবিক ধারায় সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশার এসিল্যান্ড সাদিয়া শাহনাজ খানম, কালুখালী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম জয়নাল অবেদীন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বেগম নুরুন্নাহার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, সেনগ্রাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, হাবাসপুর কেরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম শরিফুল হুদা সাগর ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ী কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
পরিচিতি ও মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।