মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাঝবাড়ীর ভ্যান চালক রহিম হত্যার বিচারের দাবীতে রাজবাড়ীতে গ্রামবাসীর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

॥কাজী তানভীর মাহমুদ॥ স্ত্রী’র পরকীয়া প্রেমের জেরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের ভ্যান চালক রহিম সেখ(৩৫) হত্যার সুষ্ঠ তদন্ত ও হত্যাকান্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে মানবন্ধন এবং বিক্ষোভ মিছিল করে স্মারক লিপি প্রদান করেছে পরিবারের সদস্য ও গ্রামবাসী।
গতকাল ৮ই জুলাই বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাব চত্বর প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করে রহিমের হত্যার বিচার দাবী করা শত শত সাধারন মানুষ।
মানববন্ধন চলাকালে নির্মমভাবে খুন হওয়া ভ্যান চালক রহিম সেখের হত্যার বিচারের দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নিহত রহিমের বাবা কেসমত সেখ, মা ছমিরন নেছা,মামাতো ভাই আব্দুল কুদ্দুস, ছোট ভাই ও হত্যা মামলার বাদী মোঃ রফিক সেখ।
রহিমের বাবা কেসমত সেখ বলেন, ‘আমার ছেলে রহিম খুব শান্ত স্বভাবের ছিলো। রহিমের স্ত্রী সুফিয়া এলাকার আরেক যুবক আনোয়ারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে।এসব নিয়ে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি হতো। রহিমের স্ত্রী সুফিয়া আনোয়ারের সাহায্যে রহিম কে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই’।
নিহত রহিমের মা ছমিরন নেছা বলেন,‘আমি আমার ছেলে রহিম হত্যার বিচার চাই। যারা রহিম কে হত্যা করেছে তাদের ফাঁসি চাই’।
রহিমের মামাতো ভাই আব্দুল কুদ্দুস বলেন, রহিমের নিখোজের পর থেকেই তার স্ত্রী সুফিয়ার কথাবার্তা ও চালচরণ ছিলো সন্দেহজনক। রহিমের নিখোজের আগের দিন তার স্ত্রী সুফিয়া প্রেমিক আনোয়ারের সাথে সারাদিন মোটর সাইকেলে ঘুরে বেড়িয়েছে। পরকীয়ার কারনেই নৃশংসভাবে রহিম কে হত্যা করা হয়েছে। আমরা মামলায় উল্লেখিত সব আসামীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
মামলার বাদী রহিমের ছোট ভাই রফিক সেখ বলেন, কালুখালী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছি। আটককৃত আসামী সুফিয়া বেগমকে রিমান্ড মঞ্জুর করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী আদায় করে এবং পলাতক আসামীদের গ্রেপ্তার করে হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের কঠোর শাস্তির দাবী করি’।
স্মারকলিপিটি গ্রহণের পর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহম্মদ আশেক হাসান সাংবাদিকদের বলেন, বিষয়টি জেলা প্রাশসককে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হবে।
উল্লেখ্য, গত ১৭ই জুন রাতে রহিম নিখোঁজ হয়। নিখোঁজের ২দিন পর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়েনের শ্রীপুর গ্রামের পাশে কাশেমের বিলের কচুরিপানার ভিতর থেকে রহিমের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রফিক বাদী হয়ে কালুখালী থানায় নিহতের স্ত্রী সুফিয়া ও তার কথিত প্রেমিক মোঃ আনোয়ার মন্ডল এবং তাদের সহযোগী মোঃ উজ্জল সেখসহ অজ্ঞাত ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে রহিমের স্ত্রী সুফিয়া বর্তমানে গ্রেপ্তার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!