সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর নতুন বাজারের আমেনা চক্ষু ক্লিনিকের ভুয়া চিকিৎসক সোবহানের জরিমানা

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০১৯

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী শহরের পুলিশ লাইন্স নতুন বাজারের আমেনা চক্ষু ক্লিনিকে আটক আব্দুস সোবাহান নামের এক ভুয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসককে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৭ই জুলাই দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুস সোবাহানকে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট-২০১০ এর ২২ ধারায় ২০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পান।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহীন অপু জানান, আমার আত্মীয় আমেনা চক্ষু ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় গত রবিবার দুপুরে দেখতে যাই। ক্লিনিকে ডাঃ রেজাউল করিম’র চেম্বারে বসে চিকিৎসাপত্র দিচ্ছিলেন কথিত ডাঃ আব্দুস ছোবাহান। ডাক্তারের সাথে কথা বললে এবং পোশাক পরিচ্ছিতে সন্দেহ মনে হলে তার প্রাতিষ্ঠানিক যোগ্যতার কথা বললে তিনি কিছুই বলতে পারেন না। পরে বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশে অবহিত করলে পুলিশ তাকে আটক করে। তবে এ ব্যাপারে ক্লিনিক মালিক মোঃ আবু জাফরের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জানা গেছে, আব্দুস সোবাহান রাজবাড়ী শহরের পুলিশ লাইন্স নতুন বাজারের আমেনা চক্ষু ক্লিনিক বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এছাড়া এছাড়া তিনি রাজবাড়ীর ইসলামিক ফাউন্ডেশনের পাশে শ্রীপুর বাজার এলাকায় চেম্বারে রোগী দেখতেন।
এছাড়াও সে নিজেকে নাকের ভিতরের পলিপাস, মাংসপেশী বৃদ্ধি, মলদ্বার দিয়ে রক্ত পরা, অর্শ, গুটি, গেজ, হাঁপানী, শ্বাসকষ্ট, মেডিসিন, বাতব্যথা, গাইনী ও শিশু রোগের বিশেষজ্ঞ এবং ডিপ্লোমা-ইন মেডিসিন এবং বগুড়ার সিদ্দিক কমিউনিটি হাসপাতালের চিকিৎসক হিসেবে উল্লেখ করে সরকারী মনোগ্রাম সম্বলিত প্যাড ছাপিয়ে ওই ক্লিনিকে উল্লেখিত জটিল রোগগুলোর চিকিৎসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল।
উল্লেখ্য, গত ৬ই জুলাই রাতে অপচিকিৎসার অভিযোগে স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন আব্দুস সোবাহানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল রবিবার সকালে পুলিশ তাকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ভুয়া চিকিৎসকের বিষয়টি প্রমাণিত হওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত তাকে উক্ত দন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!