শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসনের মর্যাদা ধরে রাখতে পারেনি —মুনতাসীর মামুন

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০১৯

॥মারুফ হাসান॥ প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু’ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এখন এমন অবস্থা হয়েছে-যে দল সরকার গঠন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই দল করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চরিত্র এমন হওয়ার কথা ছিল না। আমরা ১৯৭৩ সালের অধ্যাদেশের মর্যাদা, স্বায়ত্তশাসনের মর্যাদা ধরে রাখতে পারি নাই।
গতকাল ৫ই জুলাই সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাজশাহীর হেরিটেজ আর্কাইভস আয়োজিত দুই দিনব্যাপী ‘স্থানীয় ইতিহাস লেখক সম্মেলন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মুনতাসীর মামুন আরও বলেন, আমাদের চেয়ে পশ্চিমবঙ্গ ইতিহাস চর্চায় এগিয়ে রয়েছে। ইতিহাসের রচনার প্রধান উপকরণ হলো ভাষা। আমরা বাংলা, ইংরেজী বাদে আর কোন ভাষা জানি না। যেখানে বিদেশে একটা ইতিহাস লেখা হয় কয়েকটি ভাষায়। সে দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। নিজের ভাষায় যদি ইতিহাস রচিত না হয় তাহলে আমাদের ইতিহাস সমৃদ্ধ হবে না।
সম্মানিত অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহান বলেন, মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে-সময়ের মধ্যে নয়। কাজ মানুষকে অমর করে রাখে। ইতিহাস বিমুখ জাতি কখনো সামনে এগিয়ে যেতে পারে না। অতীত ইতিহাস বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
হেরিটেজ আরকাইভসের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সিলেটের নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মোঃ জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যায়ের অধ্যাপক নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনের কর্মসূচীতে ৫টি একাডেমিক সেশনে ২১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়াও হেরিটেজ আর্কাইভস নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও স্থানীয় জার্নালের ২১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় দুইশত স্থানীয় ইতিহাস লেখক ও গবেষক অংশগ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!