সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টের রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

॥দেবাশীষ বিশ্বাস॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩রা জুলাই বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গঙ্গাপ্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোর ট্রফি বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আয়োজন প্রশংসার দাবী রাখে। বিএনপি সরকার স্কুল পর্যায়ের সব খেলাধুলা তুলে দিয়েছিল। বর্তমান সরকার আবার সেটা চালু করেছে।
গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলায় মুগ্ধ হয়ে তিনি বলেন, এখানে অনেক কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় রয়েছে- যাদেরকে তৈরী করা গেলে একসময় ম্যারাডোনা-পেলের মতো খেলোয়াড় হবে।
এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, এই মাঠে আমার মরহুমা মায়ের নামে একটি টুর্নামেন্টের আয়োজন করবো, যেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে। বর্তমানে ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সাথে এখন যে কোন দল খেলার পূর্বে সুষ্ঠু পরিকল্পনা করে এবং পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দল তাদের শক্তি-সামর্থ্যরে প্রমাণ দিয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার ও সহকারী শিক্ষা অফিসারগণসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন ও পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের এই উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!