॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার ১৩টি বিদ্যালয়ে ২০৫ জোড়া উন্নতমানের প্লাস্টিকের বেঞ্চ প্রদান করা হয়েছে।
গতকাল ১লা জুলাই সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদ্যালয়গুলোর প্রধানদের কাছে বেঞ্চগুলো হস্তান্তর করা হয়।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ ও জাইকা’র প্রতিনিধি(ইউডিএফ) নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জিওবি ও জাইকার অর্থায়নে পরিচালিত ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)’ হতে বরাদ্দকৃত উন্নতমানের প্লাস্টিকের বেঞ্চগুলো রাজবাড়ী কালেক্টরেট প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউশন, আটদাপুনিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়, চরশ্যামনগর দাখিল মাদ্রাসা, মূলঘর উচ্চ বিদ্যালয়, চরচাঁদপুর জুনিয়র হাই স্কুল, জালদিয়া উচ্চ বিদ্যালয়, বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়, আলাদীপুর উচ্চ বিদ্যালয়, খানখানাপুর তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় ও সুরাজ মোহিনী ইনস্টিটিউশনে প্রদান করা হয়েছে।