॥মাহবুব হোসেন পিয়াল॥ রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে রোটা বর্ষ ২০১৯-২০২০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউন কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
পরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে রোটা বর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রেসিডেন্ট রোটারীয়ান প্রভাত দাস বিষ্ণুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাাসক অতুল সরকার।
অন্যান্যের মধ্যে চার্টার্ড প্রেসিডেন্ট রোটারীয়ান নাজমুল আহসান শাহজাহান, সাবেক প্রেসিডেন্ট রোটারীয়ান প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলী, রোটারীয়ান সুপ্রিয়া দাস দীপা, রোটারীয়ান ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস মোল্লা, রোটারীয়ান ইঞ্জিনিয়ার জাফরুল হাসান, রোটারীয়ান রওশন আরা বেগম, রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাধারণ সম্পাদক রোটারীয়ান রাজকুমার ঘোষ, ইলেক্ট প্রেসিডেন্ট রোটারীয়ান গোলাম মোঃ দিপু, সদস্য রোটারীয়ান আশিক মাহমুদ, রোটারীয়ান সাধন কুমার দাস, রোটারীয়ান নজরুল ইসলাম, রোটারীয়ান মাঈনুল হাসান আপোষ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৮টায় রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় সরোবরে মৎস্য পোনা অবমুক্ত ও শহরের প্রধান প্রধান সড়কের ডিভাইডারে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।