॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ১লা জুলাই আনন্দঘন পরিবেশে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সকালে বাণিজ্য ও বিজ্ঞান শাখা এবং দুপুরে মানবিক শাখার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরী বক্তব্য রাখেন।
একাদশ শ্রেণি ভর্তি কমিটি ২০১৯-২০২০ এর আহবায়ক ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের ট্রেজারার শিব শংকর চক্রবর্তী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইংরেজী ও আইসিটি বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে। লেখাপড়ায় মনোনিবেশ করার পাশাপাশি কলেজে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। জীবন শুরু এখন, তাই এখন থেকেই সজাগ ও মনোনিবেশ করতে হবে। শিক্ষক ও পিতা-মাতা অভিভাবকদের আশা-আকাংখা যাতে বাস্তবায়িত হয় তার জন্য নিজেকে প্রস্তুত করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পাংশা সরকারী কলেজ ডিজিলাইজড করা হবে। সেসন ও লেসন প্লান অনুযায়ী শিক্ষকরা ক্লাসে পাঠদান করবেন। মুক্তিযোদ্ধা সন্তানদের কলেজে বেতন দিতে হবে না। সকল শিক্ষার্থীর কলেজের নিদৃষ্ট ইউনিফরম ও মনোগ্রাম ব্যবহার এবং মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ মেনে চলার দিক নির্দেশনা প্রদান করেন তিনি। সেই সাথে কোনো শিক্ষার্থী যদি কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা কোনো শিক্ষকের সাথে অসম্মানজনক আচরণ করে তবে সেই শিক্ষার্থীকে কলেজ থেকে টিসি প্রদান করার কথা উল্লেখ করেন অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরী।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান এবং কলেজের অন্যান্য প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। পাংশা সরকারী কলেজের জিল্লল হাকিম একাডেমীক ভবনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সকল শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে বরণ করা হয়।