॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ীতে ‘মুজিববর্ষ ২০২০ ঃ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় গতকাল ৩০শে জুন সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, টিআইবি-সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার আঃ করিম প্রমুখ বক্তব্য রাখেন।
সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।