সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষকরা।
গতকাল ২৯শে জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকগণকে ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’তে অন্তর্ভূক্ত করতে এবং আসন্ন বাজেটে ১০৪ কোটি ৯লক্ষ টাকা বরাদ্দ দিয়ে এমপিও প্রদানের দাবীতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের প্রভাষক শাহ মুজতবা রশীদ আল কামাল।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।
প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিতে বলা হয়, আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারে এবং সরকারের জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অধ্যায় ০৮ ও কৌশল ০৬ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছি এবং বেসরকারী কলেজে উচ্চ শিক্ষায় পাঠদান করে আসছি। কিন্তু উল্লেখিত বিষয়ে বর্তমানে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে অন্তর্ভুক্ত বা কোন নির্দেশনা না থাকায় আমরা এমপিওভুক্ত হতে পারছি না। ফলে আমরা ৩৫শত জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছি। আপনার কার্যালয় হতে একাধিকবার নির্দেশনাও আছে যা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আজও বাস্তবায়ন হয়নি। শিক্ষা ক্ষেত্রে আপনার অভূতপূর্ব অবদানকে সামনে রেখে উপর্যুক্ত সূত্রের প্রেক্ষিতে ৯ম ও ১০ম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারী কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণকে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে অন্তর্ভুক্ত করতে আপনার হস্তক্ষেপ ও নির্দেশনা একান্ত প্রয়োজন। সেই সাথে আসন্ন বাজেটে ১০৪ কোটি ৯লক্ষ টাকা বরাদ্দ দিয়ে এমপিও প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!