রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ অগ্রগতি সাধন করেছে—জেলা প্রশাসক দিলসাদ বেগম

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন/ইউসুফ মিয়া॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে জুন দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধক জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মোঃ ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর ও টিআইবি-সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান।
এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, আইনজীবীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, শ্রমিক প্রতিনিধিগণ, গণমাধ্যম কর্মীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালার সভাপতি জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের এজেন্ডা অর্থাৎ এসডিজি বাস্তবায়নে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট(জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতাবৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম আমার শহর’ আদর্শকে ধারণ করে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় পর্যায়ের টেকসই উন্নয়নের অভীষ্ট(এসডিজি) বাস্তবায়নে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। সেই লক্ষ্যে সরকার উন্নত দেশ হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৭৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নাই। আমাদেরকে এসডিজির বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সম্পদের যথাযথ ও দীর্ঘ মেয়াদী ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকার এমডিজির লক্ষ্যমাত্রাসমূহ অর্জন, ২০৩০ সালের মধ্যে এই এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ এখন পর্যন্ত ধারাবাহিকভাবে বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিকভাবে সফলতা অর্জনের কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে রাজবাড়ীবাসীকে সরকারের এই এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় জেলার সরকারী-বেসরকারী দপ্তরসহ বিভিন্ন শ্রেণী-পেশার ১০০জন ব্যক্তি অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় এসডিজির প্রেক্ষাপট বিশ্লেষণ, মূল প্রবন্ধ উপস্থাপন, আমন্ত্রিত অতিথিদের পর্যালোচনা, মূখ্য আলোচকের উপস্থাপনা, গ্রুপ ওয়ার্কিং বিষয়ক নির্দেশনা বিশ্লেষণ, প্রতিটি গ্রুপের উপস্থাপনা, সমাপনী পর্যালোচনা ও সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!