মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৩৯ কোটি টাকা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩৮ কোটি ৯১ লাখ ৬০ হাজার ২৪০ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে রাজবাড়ী পৌরসভা। যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি। গতকাল ২৭শে জুন দুপুরে পৌরসভার মিলনায়তনে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপনা করেন হিসার রক্ষক মোঃ মোকলেছুর রহমান।
প্রস্তাবিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। সভায় পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ১২লাখ ২৪ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮০ লাখ ২৪হাজার টাকা। আর রাজস্ব উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ২লাখ টাকা।
এছাড়াও প্রকল্পসহ উন্নয়ন আয় ধরা হয়েছে ২৭ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে প্রকল্পসহ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৬লাখ ৬০হাজার টাকা। আর উদ্ধৃত্ত হয়েছে ২ কোটি ৩লাখ ৪০হাজার টাকা।
অপরদিকে মূলধন আয় ধরা হয়েছে ৬৯লাখ ৩৬হাজার ২৪০টাকা। মোট মূলধন ব্যয় ধরা হয়েছে ৫৭লাখ ৫২হাজার ৬৮৬টাকা। আর উদ্বৃত্ত ধরা হয়েছে ১১লাখ ৮৩হাজার ৫৫৪টাকা।
খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলনের প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!