মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

একই পরিবারের ৫জন দৃষ্টি প্রতিবন্ধীর মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিতে চাচ্ছে ভূমিদস্যুরা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯

॥ডি.এম ফাহিমুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকায় ভূমিহীন একটি পরিবারের মা-ভাই-বোনসহ ৫জন দৃষ্টি প্রতিবন্ধীর মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নেয়ার চেষ্টা করছে ভূমিদস্যুরা।
জানা গেছে, অন্ধ ৩ ভাই আরমান, সলেমান, ফরমান, বোন মুক্তা ও তাদের মা আমেনার বসবাসের কোন জায়গা-জমি না থাকায় প্রায় ২০বছর ধরে তারা নিমতলা রেলগেটের পাশে রেলওয়ের কাছ থেকে ৫শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে কুড়ে ঘর তুলে বসবাস করে আসছে। সম্প্রতি স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের কুদৃষ্টিতে পড়ে জায়গাটি। তারা ৫জন দৃষ্টি প্রতিবন্ধীর পরিবারটিকে উচ্ছেদ করে জায়গাটি দখলে নেয়ার পাঁয়তারা শুরু করে। এরই অংশ হিসেবে গত ২৩শে জুন দুপুরে স্থানীয় ৪জন ভূমিদস্যু অপরিচিত আরো ৪/৫জন জোরপূর্বক দৃষ্টি প্রতিবন্ধীদের বাড়ীর আনুমানিক ২শত গজ দূর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে এনে তাদের বাড়ীতে ফেলে ভরাট করে জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তারা দৃষ্টি প্রতিবন্ধী ৩ভাই আরমান, ফরমান ও সলেমানকে মারপিট করতে থাকে। তাদেরকে রক্ষা করতে গেলে সলেমানের স্ত্রী আরজিনা, আরমানের স্ত্রী আসমা ও ফরমানের স্ত্রী লাকিকেও মারপিটসহ শ্লীলতাহানী করা হয়। ঘটনা চলাকালে খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ১জনকে আটক করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটির পক্ষে মা আমেনা বেগম গতকাল ২৭শে জুন রাজবাড়ীর পুলিশ সুপার বরাবর ভূমিদস্যুদের বিরুদ্ধে ১টি লিখিত অভিযোগ দাখিল করেছে। এরআগে তারা গত ১১ই জুন সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অসহায় দৃষ্টি প্রতিবন্ধীরা জানায়, তারা উচ্ছেদ আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও তারা কোন প্রতিকার পাচ্ছে না। কেউ তাদের পাশে দাঁড়াতে গেলে ভূমিদস্যুরা তাদেরকে ভয়-ভীতি দেখানোসহ মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে নানাভাবে হয়রানী করছে।
দেওয়ান লুৎফর নামের অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য তাদেরকে সহযোগিতা করায় তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসন তাদের পাশে না দাঁড়ালে ভূমিদস্যুরা তাদের প্রাণনাশসহ যেকোন সময় যেকোন ধরণের ক্ষতি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!