রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমের সাথে গতকাল ২৭শে জুন দুপুরে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পুলিশ সুপার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, গত ২৩শে জুন বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দিলসাদ বেগম দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, এই দুই শীর্ষ কর্মকর্তা ছাড়াও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে ঃ রাজবাড়ীর জেলা ও দায়রা জজ, জেলা তথ্য অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি’র) অধ্যক্ষ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে নারী কর্মকর্তবৃন্দ কর্মরত রয়েছে -মাতৃকণ্ঠ।