॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাংশা পৌরসভা মাঠে গতকাল ২৬শে জুন বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল সোয়া ৬টা থেকে শুরু হওয়া আলোচনা সভা চলে রাত পৌনে ৯টা পর্যন্ত। রাত ৯টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমী ও পাংশা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু হাসান রতন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি দলীয় আদর্শ ধারণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে তৃণমূলে সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দিক নির্দেশনা প্রদান করে বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল বলেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে দেশ স্বাধীন হয়। দেশের মানুষ আজ স্বাধীনতার সুফল ভোগ করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মাঝে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন।
বিগত বিএনপি সরকারের সময়ে দেশে সন্ত্রাস-নৈরাজ্য, অত্যাচার-নির্যাতন, খুন-রাহাজানীর তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখান করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে এবং উন্নয়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন- বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, আইন-শৃঙ্খলা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্য আওয়ামী লীগের, এ সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি পাংশা পৌরসভাসহ এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্পগ্রহণের তথ্য উল্লেখ করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয় ভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১০জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।