মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সিএসএস-এমএফপি’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

॥চঞ্চল সরদার॥ স্বেচ্ছাসেবী সংস্থা ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি(সিএসএস)’র মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম (এমএফপি)’র রাজবাড়ী জোনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ২৬শে জুন দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এমএফপি’র সাথে সম্পৃক্ত সদস্যদের সন্তানদের মধ্যে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪টি জেলার (রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ) ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাইজবন্ড, সনদপত্র ও লাল গোলাপ-রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। সিএসএস-এমএফপি’র রাজবাড়ী জোনের জোনাল ম্যানেজার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, অন্যান্যের মধ্যে সংস্থার রিজিওনাল ম্যানেজার(আর.এম) প্রীতিশ রায়, মোঃ মফিজুল ইসলাম সাগর, মোঃ সামচুল আলম, মোঃ রাশেদুজ্জামান, জোনাল একাউন্টস অফিসার অমিত কুমার বিশ্বাস, আইটি অফিসার সৈয়দ সফিক আকবর, শিক্ষার্থী শিমলা আক্তার, সোহান আলী, অবিভাবক নাহিদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ায় আমি সিএসএস-এমএফপি’কে ধন্যবাদ জানাই। বিসিএস পরীক্ষায় বাংলাদেশের প্রচুর সংখ্যক মেধাবী ছাত্র-ছাত্রী আবেদন করে। কিন্তু বিসিএসে টিকতে হলে একজন ছাত্র-ছাত্রীকে ভালোভাবে সকল বিষয় জানতে হয়, কোন বিষয়ে কম জানলে সে বিসিএসে টিকতে পারে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবসময় ভালো দিকে যেতে হবে। ভালো কাজ করতে হবে। শুধু লেখপড়া করলেই হবে না-ভালোভাবে লেখাপড়া করতে হবে। দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সিএসএস-এমএফপি’র রাজবাড়ী জোনের জোনাল ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন বলেন, সিএসএস ১৯৭২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কাজের মাধ্যমে হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থার একটি প্রোগ্রাম এমএফপি’র মাধ্যমে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৯টি জেলার ২২১টি থানায় ২১৫টি ব্রাঞ্চের মাধ্যমে কাজ করার পাশাপাশি সদস্যদের সন্তানদের লেখাপড়ায় উৎসাহ যোগানোর জন্য কৃতি শিক্ষার্থীদের এ ধরণের সংবর্ধনার আয়োজন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!