॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে জুন সকালে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কৃষি অফিসার মাছিদুর রহমান, মৎস্য অফিসার আব্দুস সালাম, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের হালিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সুখী, সমৃদ্ধা, উন্নত, তথ্য-প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে স্ব-স্ব অবস্থান থেকে সকলকে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভার শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।