॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম। গতকাল ২৫শে জুন বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আলমগীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান।
মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক করিম ইসহাক, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, সহ-সম্পাদক হেলাল মাহমুদ, এনটিভির প্রতিনিধি আহসানুল হাবীব টুটুল, এটিএন এর প্রতিনিধি লিটন চক্রবর্তী, এস.এ টিভির প্রতিনিধি সাজিদ হাসান, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, বিজয় টিভি’র প্রতিনিধি শেখ মামুন, আনন্দ টিভি’র কামরুল মিঠু, ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি রফিকুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি মাহফুজুর রহমান, মুভি বাংলা’র প্রতিনিধি রবিউল ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি মেহেদী হাসান, নিউজ ২৪ এর প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দীপ্ত টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, মাছরাঙা টিভির প্রতিনিধি ইমরান হোসেন মোনিম, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, লাবনী আক্তার ও চঞ্চল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জনগণের যে চাহিদা আছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা যে কাজে আসি সেটা আপনারদের একটা পজেটিভ নিউজ জণগনের মধ্যে অনেকটা আশা তৈরী করে। যে নতুন যিনি এসেছেন তিনি আমাদের কথা ভাবছেন। আমাদের জন্য কাজ করছেন। এ রকম তাদের মধ্যে পজেটিভ ধারণা তৈরী করে এবং সরকারী কাজের প্রতি বিশ^াস বৃদ্ধি করে। এটা যখন হয় তখন আমার মনে হয় জনগণও সরকারের সেবাটা গ্রহণ করার জন্য বেশি এগিয়ে আসতে থাকে।
তিনি আরো বলেন, সরকারের যে সুযোগ সুবিধা বা অধিকার জনগণের পাওয়ার কথা সেটা আদায়ে সাংবাদিকরা অত্যন্ত পজেটিভ ভূমিকা পালন করতে পারেন। আমার অনুরোধ থাকবে প্রশাসনের ইতিবাচক কাজে আপনারা যেমন সমর্থন করবেন। তেমনি আমাদের কোন কাজে আপনারা যদি মনে করেন নেগেটিভ কিছু হয়েছে। সেই নেগেটিভ রিপোর্টারে বেলায় যতটুকু হয়েছে জাস্ট ততটুকুুই তুলে ধরবেন। সেটা যেন বস্তু নিষ্ঠভাবে প্রতিবেদন হয় সেই অনুরোধ আপনাদের কাছে থাকবে।