রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়া হিরু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ২০শে জুন দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২১শে জুন তার জাতীয় পতাকা আচ্ছাদিত তার মরদেহ রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার পরে গার্ড অব অনার দেওয়া শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে আনা হয়। সেখানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এবং জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন -মাতৃকণ্ঠ।