॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২১শে জুন সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রীতি সম্মিলনে অতিথি হিসেবে যোগদান করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারের পদোন্নতি জনিত বদলী উপলক্ষে কোটালীপাড়া উপজেলা প্রশাসন এই প্রীতি সম্মিলনের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী শহীদুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মহসীন উদ্দিন, হিরণ ইউনি পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও সুধী সমাজের নেতৃবৃন্দসহ কোটালীপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সন্তান।