সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলার কলিমহরে খলিল উদ্দিন মিয়া দাখিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ

  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর জহুরুন্নেছা শিক্ষানগরীর কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদরাসায় মানসম্মত শিক্ষায় নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তথ্য প্রযুক্তির বর্তমান সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে মাদরাসার ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে কার্যকরী ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এর সুফল পাচ্ছে শিক্ষার্থীরা।
জানা যায়, তৎকালীন ডিস্ট্রিক্টজাজ খলিল উদ্দিন মিয়া স্মরণে তার সুযোগ্য পুত্র ঢাকাস্থ ডিডিসি লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন মিয়া(পান্না মিয়া) পৈত্রিক বাড়ীর পাশে ১৯৮৩ সালে এলাকায় শিক্ষার আলো ছড়াতে পিতার নামে দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। জ্ঞান চর্চ্চায় সেখানে সার্বজনীন সর্বধর্মীয় লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়। দাখিল মাদরাসার পাশাপাশি এতিমখানা ও এবতেদায়ী শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হয়েছে।
৫ম শ্রেণি ও ৮ম শ্রেণি থেকে প্রতি বছরই বৃত্তিলাভ করে মাদরসার সুনাম বয়ে এনেছে শিক্ষার্থীরা। এ বছর দাখিল পরীক্ষায় পাশের হার ৮০%। গত ১৯শে জুন মাদরাসার কম্পিউটার ল্যাবে ৬দিন ব্যাপী আইসিটি ইনহাউজ প্রশিক্ষণ শুরু করা হয়। স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক আইসিটি ইনহাউজ প্রশিক্ষণে অংশ নিয়েছে। প্রশিক্ষণ চলবে ২৫শে জুন পর্যন্ত।
এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন মিয়ার বিশেষ আমন্ত্রণে গত বৃহস্পতিবার বিকেলে হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। অধ্যক্ষ মীর আব্দুল বাতেন বলেন, মাদরাসা শিক্ষা নৈতিক শিক্ষার সূতিকাগার। বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে খুবই আন্তরিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহে নিরুৎসাহিত করতে শিক্ষক সমাজের কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মানোন্নয়নে অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের চিহ্নিত করে মাদরাসায় বিশেষ ক্লাস চালু, গণিত, ইংরেজী, আরবী সাহিত্য ও তথ্য প্রযুক্তি বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে পাঠদানসহ হাতের লেখা সুন্দর, প্রশ্নোত্তর ভিত্তিক ক্লাসগ্রহণের দিক নির্দেশনা প্রদান এবং যুগের চাহিদা অনুযায়ী অত্র মাদরাসায় কারিগরি শিক্ষা চালুসহ ছাত্রী হোস্টেল প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!